সিংড়ায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ

আপডেট: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি


নাটোরের সিংড়ায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের উপজেলা চত্বর, বাজার, থানা, বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এই লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিংড়া উপজেলা প্রতিনিধি সজীব, আব্দুল মমিন, মেহেদী হাসান, উদয় মিজান, রিনভি, নাহিদুল সাব্বির, বায়েজিদ বোস্তামী, সিয়াম, নাটোর জেলা প্রতিনিধি হিসেবে ছিলেন রবিন, শিশির ও নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন খন্দকার উল্লাস, তৌফিক প্রমুখ।

Exit mobile version