সিংড়ায় ডিজিটাল পল্লী উদ্যোক্তাদের দক্ষতা আনয়নে সংযোগ সভা

আপডেট: এপ্রিল ১, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ


সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় সক্ষমতা উন্নয়নে গ্রাম পর্যায়ে ডিজিটাল পল্লী সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা আনয়নে সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।

এসময় উপস্থিত ছিলেন ডিজিটাল পল্লী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক-কর্মকর্তা মোছা. সুমি আক্তার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী-রানা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ