সিংড়ায় বিএনপির আরও দুই নেতা গ্রেপ্তার

আপডেট: জুলাই ২৫, ২০২৪, ১০:২১ অপরাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:


নাটোরের সিংড়ায় পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনে মামলায় আরও দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বিস্ফোরক মামলায় ৭জনকে গ্রেপ্তার করল পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চামারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য মো. আশরাফুল ইসলাম এবং রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ আলী।

গত ২২ জুলাই সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদসহ সিংড়ার ১৪ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫৬ থেকে ৬৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

এ মামলায় গত চারদিনে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় এ পর্যন্ত মোট ৭জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ