রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোর-৩ (সিংড়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে আমাদের রক্ষা করতে হবে। কারণ এটি আমাদের ঈমানী দায়িত্ব।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগের দুঃশাসনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভোট দিতে পারেনি। দীর্ঘ ১৫ বছর আন্দোলন করে আমরা বিজয় নিয়ে এসেছি। ৫ই আগস্টের স্বাধীনতাকে বিফলে যেতে দেয়া যাবেনা। যারা আওয়ামী লীগ করেন তারা আওয়ামী লীগই করেন। আপনাদের বিএনপি করার দরকার নাই। সিংড়াতে বিএনপির যথেষ্ট ভোট রয়েছে। বিগত দিনে সকল ভোটে বিএনপি জয়লাভ করেছে। আপনারা বিএনপির নেতাকর্মীর সাথে মিশে দলে বিশৃঙ্খলা করবেন না। আমরা শেখ হাসিনার মত বলবো না বাংলাদেশে বিএনপি থাকা যাবেনা, আমরা জুনাইদ আহমেদ পলকের মত বলবো না সিংড়াতে বিএনপি থাকা যাবে না। এই বিয়াশের অনেক সম্মানি ব্যক্তিদের দিয়ে জোর করে আওয়ামী লীগ করানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিয়াশ স্কুল মাঠে সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডাহিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব বলেন তিনি।
ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক পি এম ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খাঁন, সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি অধ্যাপক নাজমুল হক, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বাবুল হাসান বাবু, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ্ আল মমিন প্রমুখ।#