বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার বিকেল ৪টায় নাটোর-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নইমুদ্দিন মন্টু, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার নাটোরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশে আসার পথে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে আহত করে যুবলীগের নেতাকর্মীরা। পরে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশেও হামলা চালিয়ে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৭ জন বিএনপি নেতাকর্মী আহত করে দুর্বৃত্তরা।