সিংড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:


নাটোরের সিংড়ায় মো. আব্দুল হান্নান নামের এক বিএনপি নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম ও রক্তাক্ত করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে। আহত আব্দুল হান্নান সুকাশ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা প্রভাষক মো. আব্দুল হান্নান সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে সভা শেষে বামিহাল বাজারে আসার পর একই ইউনিয়ন মৎস্যজীবি দলের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর একপর্যায়ে কুদ্দুস ও তার লোকজন আব্দুল হান্নানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আব্দুল হান্নানকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কুদ্দুস বলেন, প্রথমে হান্নানের লোকজনই আমাদের ওপর হামলা করে। পরবর্তীতে আমার লোকজন পাল্টা হামলা করতে গেলে আমি তাকে উদ্ধার করেছি। তাছাড়া আরও ক্ষতি হতে পারত।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আব্দুল কুদ্দুস দলে অনুপ্রবেশ করেছে। তিনি একসময় বিএনপি করলেও পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহত নেতাকে পরামর্শ দেওয়া হয়েছে।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ