বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় এক কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগে যুবদলের কর্মীর নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মামলা করেন ভূক্তভোগী ছাত্র মো. আলীরাজ হোসেন। সে সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র ও কান্তানগর গ্রামের মো. আবু তাহেরের ছেলে।
অভিযুক্ত যুবদল কর্মীর নাম মো. মানিক (৩৬)। সে পৌর যুবদলের কর্মী ও চাঁদপুর মহল্লার মৃত মগরেব মন্ডলের ছেলে। মারপিটের পর থেকে পলাতক রয়েছে সে।
জানা যায়, বৃহস্পতিবার দেশব্যাপী শহীদি র্যালির অংশ হিসেবে সিংড়ায় কর্মসূচি পালন শেষে গোল-ই আফরোজ সরকারি কলেজে প্রবেশ করে শিক্ষার্থীরা। এসময় বহিরাগতদের নিয়ে কলেজ শিক্ষার্থী আলী রাজের উপর অতর্কিত হামলা করে মারপিট করে চলে যায় যুবদল কর্মী মানিক। পরবর্তীতে শিক্ষার্থীরা এ ঘটনার বিচারের দাবিতে থানার মোড়ে অবরোধ করে সমাবেশ করে। সমাবেশের এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা সেখানে উপস্থিত হয়ে মামলার আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করে।
এরপর ভূক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে যুবদল কর্মী মানিকের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮-১০ জনের নামে একটি মামলা দায়ের করেন।
সিংড়া থানার ওসি আবুল কালাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।