মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন আলী (৩৮) কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহন আলী দীর্ঘদিন পলাতক থাকার পরে শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দমদমা এলাকায় একটি বাড়িতে তার সহযোগীদের নিয়ে তাস খেলার সময় স্থানীয় লোকজন তাকে ধরে থানায় সোপর্দ করে।
স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহন আলীর বিরুদ্ধে সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও ইটালী ইউনিয়নের মারামারির দুইটি মামলা ছিল বলে জানা যায়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, আসামীকে বিনগ্রাম এলাকার বিএনপি নেতা আনিসুর রহমানের দায়ের করা একটি মারামারির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।