শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ২ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিংড়া উপজেলার সাঐল বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সাভারে নিহত রমজান আলী’র পরিবারকে নগদ ২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।
এরপর বিকেল ৪টায় উপজেলার শোয়াইর বাজারে আয়োজিত অপর একটি অনুষ্ঠানে নিহত সোহেল রানা’র পরিবারকে নগদ ২ লক্ষ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, মো. আফছার আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ.ব.ম. আমান উল্লাহ্, সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর আমীর মাওলানা সাদরুল উলা, নায়েবে আমীর মাওলানা আলী আকবর, সেক্রেটারী মো. মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো কুতুবুল আলম, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান হোসেন প্রমুখ।
উল্লেখ, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হন উপজেলার সাঐল হাজীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রমজান আলী (৩০), তিনি মাছের আড়তে কাজ করতেন। একই দিন পুলিশের গুলিতে নিহত হন উপজেলার শোয়াইর গ্রামের মোত্তালেব হোসেনের ছেলের সোহেল রানা (২৮), তিনি পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন।