সিংড়ায় ৮ দিনে গ্রেপ্তার ১২ বিএনপি নেতা

আপডেট: জুলাই ২৯, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:


নাটোরের সিংড়ায় পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনে মামলায় গত ৮ দিনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের ১২জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ রোববার (২৮ জুলাই) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পৌর শ্রমিকদলের সভাপতি ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৯ জুলাই) দুপুরে তাকে নাটোর আদালতে পাঠানো হয়।

পুলিশের দায়ের করা এ মামলায় গত ৮ দিনে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের বগুড়া ব্যুরো প্রধান কালাম আজাদ এবং রামানন্দ খাজুরা ইউনয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান মো. আফছারুজ্জামান আফছারসহ ১২জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের মামলার পর থেকেই সিংড়া উপজেলা ও পৌর বিএনপি-জামায়াতের শীর্ষ নেতারা ঘরছাড়া। তাদের মুঠোফোনও বন্ধ রয়েছে।
এর আগে গত ২২ জুলাই সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ ১৪ বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫৬ থেকে ৬৬ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় এ পর্যন্ত মোট ১২জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ