সিংড়ায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক অনুদান প্রদান

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

সিংড়া প্রতিনিধি


নাটোরের সিংড়া উপজেলায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খাঁন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে ৪০হাজার টাকা চেক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.এনামুল হক, পরিষদের সদস্য সালাউদ্দিন আল আজাদ ছানা, সাজ্জাদ হোসেন, রায়হান কবির টিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, ৩ নম্বর ইটালী ইউপি  চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, সিংড়া পৌর ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী সঞ্জয় সাহা, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সাধারণ সম্পাদক দেদার হায়াত দেদার, ১ নম্বর ইউপি সদস্য আলেফ হোসেন প্রমুখ।
উল্লেখ, সিংড়ার ৩নম্বর ইটালী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ৪টি ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবার শ্রী টুটন সরকার, শ্রী নটন সরকার, শ্রী সোনাতন সরকার, বেলী রানী সরকারকে ১০হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ