রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় অবিন্তা কবির ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএস বাস্তবায়নে শীতার্ত এতিম শিক্ষার্থী, গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পিকেএসএস কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
নির্বাহী পরিচালক ডেইজী আহমেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মোমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সিংড়া সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক, ত্রিমোহনী ডিগ্রি কলেজের অধ্যাপক আকতারুজ্জান, পিকেএসএস’র সহসভাপতি নাছিমা জামান, সদস্য জবেদা খাতুন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাংবাদিক এনামুল হক বাদশা, আবু জাফর প্রমুখ।