সিংড়ায় কোন ঘুষ-দুর্নীতি চলবে না : প্রতিমন্ত্রী পলক

আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১:২৮ পূর্বাহ্ণ

সিংড়া প্রতিনিধি


মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-সোনার দেশ

নাটোরের সিংড়ায় উপজেলা কৃষি হলরুমে গতকাল বৃহস্পতিবার সকালে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সিংড়ায় কোন ঘুষ দুর্নীতি চলবে না। সকল পর্যায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতিমুক্ত সিংড়া গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ