সিংড়ায় ক্যাশলেস বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এর কার্যক্রমের উদ্বোধন

আপডেট: মার্চ ২০, ২০২৩, ১১:৪৬ অপরাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:


ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ এর সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকেল ৪টায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এছাড়াও বক্তব্য দেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা ও চার ব্যাংকের এমডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ। এছাড়াও ইসলামী ব্যাংক সিংড়া শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, সোমবার দেশে এই প্রথম ৪ জেলার ৮ উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ