মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন স্থানীয় শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে উপজেলার ৬টি প্রতিষ্ঠানের ৭০জন দুস্থ্য শীতার্ত শিক্ষার্থীর মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বানু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার কমিশনার হামিদা বানু, সিংড়া স্থানীয় শাখার কমিশনার শামসুন নাহার, কোষাধ্যক্ষ ফুলোয়ারা, সদস্য মুনিরা,খোদেজা,রাশিদা,মাহজামিন।