সিংড়ায় গুদামঘরে আগুন লেগে সাত লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট: মার্চ ৩, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

সিংড়া প্রতিনিধি



নাটোরের সিংড়ায় স্থাপনদিঘী বাজারে সাবেক মেম্বার গোলাম হোসেনের গুদামঘর আগুনে পুড়ে ভস্মিভুত হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১০নম্বর চৌগ্রাম ইউনিয়নের স্থাপনদিঘী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আগুন লেগে গুদাম ঘরে রাখা মাছের খাবার, ভুষি, মাছের কীটনাসক ওষুধ, আসবাবপত্র ও নগদ ২৭ হাজার ৫শ টাকাসহ ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে একালাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। ভুক্তভোগী গোলাম হোসেন জানান, আমার ধারণা কেউ শত্রুতা করে আমার ক্ষতি করেছে।
১০নম্বর চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে তিনি সঠিক তদন্ত করে প্রশাসনের কাছে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ