সিংড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা

আপডেট: আগস্ট ৩, ২০১৭, ১:১৭ পূর্বাহ্ণ

সিংড়া প্রতিনিধি


নাটোরের সিংড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেন দেন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মুরাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) ফরিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার বেলাল হোসেন প্রমুখ।
আগামী ৫ অগাস্ট এ প্লাস ক্যাম্পেইনে সিংড়া উপজেলায় ৬-১১ মাস বয়সী ৫ হাজার শিশুদের নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ১২-৫৯ মাস বয়সী শিশুদের ৪২ হাজার লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ