শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে প্রাণ যায় রহিম আলী (৫০) নামে এক গাছ কাটা শ্রমিকের। নিহত রহিম আলী উপজেলার কলম পুন্ডরীর গ্রামের মৃত উপেন আলীর ছেলে।
জানা যায়, সোমবার (৬ ফেব্রæয়ারি) সকালে গাছ কাটার উদ্দেশ্যে ৫জন শ্রমিক অটোভ্যান যোগে চৌগ্রামে রওনা হয়। সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রীজ এলাকায় অটোভ্যান পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রহিম আলী।
এসময় আরও ৪জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মো. বিদ্যুত আলী নামের একজনকে রামেকে স্থানান্তর করা হয়েছে।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন নিহত হয়েছে, আহত অপর ৪জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।