রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় ফল ও পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন এ অভিযান পরিচালনা করেন।
বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় সিংড়া বাজারের ব্যবসায়ী আব্দুর রউফকে দুই হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় মোহাম্মদ আলী ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদা খাতুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুয়ায়ী দাম বেশি রাখায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসীকে জরিমানা করা হয়েছে। আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।#