রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় জাটকা মাছ বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার সকালে সিংড়া মাছের আড়তে অভিযান চালিয়ে দুই মণ জাটকা জব্দ ও দুইজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান। এসময় পৌর শহরের পাড় সিংড়া মহল্লার আবদুস সামাদ (৪২) ও বগুড়ার গাবতলী উপজেলার মুরিয়া গ্রামের পলাশকে (৩০) দুইমণ জাটকাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।