সিংড়ায় ধর্ষণ চেষ্টায় তিন যুবক গ্রেফতার

আপডেট: জানুয়ারি ১১, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ


সিংড়া (নাটোর) প্রতিনিধি:


নাটোরের সিংড়ায় ধর্ষণ চেষ্টায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার তাজপুর ইউনিয়নের ভাদুড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগীর পরিবার মামলা করলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ভাদুড়ি পাড়ার আজাদ আলীর ছেলে আরিফ আলী (২২), হেলাল উদ্দিনের ছেলে হাসান আলী (২৪) ও লতিফের ছেলে সুমন আলী (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূক্তভোগী কিশোরী (১৬) তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন বুধবার আনুমানিক রাত ৮টায় মামার বাড়ির সামনে বখাটে তিন যুবক ভূক্তভোগী কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভূক্তভোগীর চিৎকারে লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।এ ঘটনায় বাদী হয়ে সিংড়া থানায় মামলা করেছে ভুক্তভোগী কিশোরীর মা।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, ধর্ষণ চেষ্টায় তিনজনকে আটক করে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ