বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরের সিংড়ায় নিখোঁজের ৫ দিন পর সিকারুল ইসলাম (১) নামে এক শিশুর গলিত মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার সময় পারসিংড়া মহল¬ার নদীর ধারের একটি ঝোপের মধ্য থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত সিকারুল ইসলাম সিংড়া পৌর সদরের পারসিংড়া মহল্ল¬ার শাকিল হোসেনের ছেলে।
স্থানীয় পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, গত বুধবার (১৯ অক্টোবর) স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া-বিবাদ চলাকালীন সময়ে শিশুটি বাড়ির পার্শ্বে গুরনই নদীর ধারে খেলা করছিল। কোন এক সময় শিশুটি নদীতে পড়ে যায়। এরপর স্থানীয় লোকজন দিনব্যাপী অনেক খোঁজাখুজি করেও তাকে পায় নি। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের বাড়ি সংলগ্ন নদীর ধারের পানিতে আটকে থাকা একটি ঝোপ-জঙ্গল থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এসময় স্থানীয় লোকজন সেখানে এগিয়ে গেলে ওই শিশুটির মৃতদেহ ভাসমান দেখতে পান। পরে তারা মরদেহটি উদ্ধার করে পরিবারের লোকজনকে দেখালে তারা সেটি সিকারুলের বলে নিশ্চিত হন।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।