সিংড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা

আপডেট: জুলাই ২৭, ২০১৭, ১২:৫৫ পূর্বাহ্ণ

সিংড়া প্রতিনিধি


সিংড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালায় অতিথিবৃন্দ-সোনার দেশ

নাটোরের সিংড়ায় নিরাপদ খাদ্য বিষয়ক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি হলরুমে এফএও’র অর্থায়নে সিংড়া উপজেলা প্রশাস এ কর্মশালার আয়োজন করে।
শিসউক’র সহযোগিতায় ও নিডা’র বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিকুর রহমাানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা। এছাড়াও উপস্থিত ছিলেন নিডার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, এফএও’র ভ্যালু চেইন স্পেশালিস্ট রফিকুল ইসলাম, শিসউক’র প্রোগ্রাম অফিসার ওয়ালিউল্লাহ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমরান আলী রানা, সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ