সিংড়ায় পোনা মাছ বিক্রির অপরাধে অর্থদণ্ড

আপডেট: আগস্ট ২, ২০১৭, ১২:৫৬ অপরাহ্ণ

নাটোর অফিস


চলনবিলের সিংড়া মৎস্য আড়তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮ মণ পোনা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার অভিযানে আবুল বাসার বাবলু নামের এক মৎস্য ব্যবসায়ীকে অর্থদ- দেয়া হয়।
সিংড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান জানান, মৎস্য ভা-ার খ্যাত চলনবিলের মা মাছ নিধন রোধে মঙ্গলবার সকাল ৬টায় উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশের সহযোগিতায় সিংড়া মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮ মণ পোনা মাছ জব্দ এবং মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ ধারা অনুযায়ী আবুল বাসার বাবলু নামের এক মৎস্য ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদ- দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ওমর আলী প্রমুখ। পরে উদ্ধার করা মাছ স্থানীয় দুইটি মাদ্রাসার বোডিংয়ে দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ