সোমবার, ২৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৩ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাত, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নাটোরের সিংড়া উপজেলার ক্ষিদ্রবড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার সকালে বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদা ফটিক, স্থানীয় মুক্তিযোদ্ধা মারফত আলী, আতাউর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য সোহরাব আলী, সমাজ সেবক আলতাব আলী, বারিক হোসেন, শিক্ষক আবু বক্কর ছিদ্দিকসহ শিক্ষার্থীদের অভিভাবকরা।
এসময় বক্তারা জানান, ক্ষিদ্রবড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শাহীন নামে একজনকে চাকরি দেবার কথা বলে তার কাছ থেকে ৭ লাখ টাকাসহ বিদ্যালয়ের তহবিল থেকে লাখ লাখ নিয়ে আত্মসাৎ করে। বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসদাচারণও করেন। এছাড়া প্রায় দিনই তিনি প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এ কারণে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। অনতিবিলম্বে তাকে বিদ্যালয় থেকে অপসারণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি করেন। পরে বিদ্যালয় চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।