সিংড়া (নাটোর) প্রতিনিধি :
জেলার সিংড়ায় বিএনপির লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি লিফলেট বিতরণ করে। এসময় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে বিএনপি কর্মিদের সংঘর্ষ বাধে। এতে সিংড়া থানার এসআই আব্দুর রহিম ও আরো দুই পুলিশ সদস্য আহত হয়। আহত অনর্য সদস্যরা হলেন, আব্দুল মালেক ও আব্দুল লতিফ।
আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ ৩ জনকে আটক করে। ক্ষিপ্ত বিএনপি নেতাকর্মীরা সিংড়া সার্কেলের এএসপি মো. আকতারুজ্জামানের সরকারি গাড়িসহ সড়কের ৭টি গাড়ি ভাংচুর করে।
পাল্টা হিসাবে শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা দাউদারের পেট্রোল পাম্পে হামলা করে পাম্প ও গাড়ি ভাংচুর করে। এসময় সিংড়া থানা পুলিশ ও ডিবি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অন্যদিকে বেলা ১২টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট জুৃনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিএনপি কর্মীদের অতর্কিত হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। বিএনপি কর্মীরা কয়েকটি পরিবহণ ভাঙচুর করেছে। এরপর পুলিশ বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদারসহ তিনজনকে আটক করা হয়েছে।