সোমবার, ১৫ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৩১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় মহান বিজয় উদযাপন উপলক্ষে কবিতা উৎসব ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিংড়া সরকারি গণগ্রন্থাগারে রানা প্রকাশনী গ্রন্থাগার ও অনির্বাণ সাহিত্য-সংস্কৃতি পরিষদ ও পাঠাগারের আয়োজনে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
রানা প্রকাশনী গ্রন্থাগারের প্রকাশক মোল্লা মো. এমরান আলী রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অনির্বাণ সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল। এসময় অনির্বাণ সাহিত্য-সংস্কৃতি পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি রাজু আহমেদসহ নবীন-প্রবীন কবি-সাহিত্যিক ও লেখকরা উপস্থিত ছিলেন।