বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরের সিংড়া থেকে একটি বিদেশি পিস্তলসহ আলাউদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার লাছিয়ালকান্দি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন সিংড়া উপজেলার লাছিয়ালকান্দি গ্রামের অনুকুল সরকারের ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের একদল গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। এসময় আলাউদ্দিনকে একটি বিদেশি পিস্তল ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ উপজেলার লাছিয়ালকান্দি নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের এসআই সুজন বাদী হয়ে তার বিরুদ্ধে সিংড়া থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।