সিংড়ায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরের সিংড়ায় পল্লি সমাজের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের দিঘলগ্রামে আঞ্জুয়ারার বাড়িতে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বেসরকারি সাহায্যকারী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. অঞ্জনা রানী, ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফতেমা খানম স্বাস্থ্য এ সেবা প্রদান করেন। এ সেবায় বিভিন্ন এলাকা থেকে ১৩০ জন নারী স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
এসময় সংস্থার ব্রাঞ্চ হাতিয়ানদহ শাখার ব্রাঞ্চ ম্যানেজার আবদুল মজিদ ও ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও নজরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ