বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অর্ধশত প্রতিবন্ধী অংশ নেন। র্যালি শেষে মানবিক আর্থসামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল আহমেদ জীবনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. মোমিন প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।