বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ১৮ বছর বয়সি আপন মেয়েকে ৫ বছর ধরে ধর্ষণের মামলায় আব্দুস সাত্তার (৫৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আব্দুস সাত্তার উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ।
পুলিশ জানায়, আব্দুস সাত্তারের তিনটি স্ত্রী ছিল। তার মধ্যে ভুক্তভোগীর মা সবার ছোট। ভুক্তভোগীর বয়স যখন পাঁচ বছর তখন তার মা মারা যায়। আব্দুস সাত্তারের অপর ২ স্ত্রী ঢাকায় গার্মেন্টসে কাজ করে। এই সুযোগে সে পাঁচ বছর আগে থেকে মেয়েকে খাদ্যের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে আসছিল। মেয়েটি অতিষ্ট হয়ে মঙ্গলবার (৭ নভেম্বর) থানায় অভিযোগ করে। অভিযোগের সূত্র ধরে মঙ্গলবারই পুলিশ আব্দুস সাত্তারকে গ্রেফতার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েকে ধর্ষণের মামলায় আব্দুস সাত্তার নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো. হয়।