সিংড়ায় সড়কে প্রাণ গেল অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের

আপডেট: মার্চ ১৮, ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:


নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় নজরুল ইসলাম (৫০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে সিংড়া উপজেলার জগৎপুর গ্রামে ট্রাক্টরের ধাক্বায় গুরুতরভাবে আহত হন তিনি। পরে দুপুর আড়াইটায় বগুড়া সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ প্রসঙ্গে সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নজরুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মাটি বহনকারী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া সিএমএইচ হাসপাতালে নেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ