সিংড়ায় হেলথ ক্যাম্প বাস্তবায়ন অনুষ্ঠিত

আপডেট: আগস্ট ১০, ২০১৭, ১:২৮ পূর্বাহ্ণ

সিংড়া প্রতিনিধি


সিংড়ায় হেলথ ক্যাম্প বাস্তবায়ন অনুষ্ঠানে বক্তব্য দেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা-সোনার দেশ

নাটোরের সিংড়ায় ২০১৬-১৭ অর্থবছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প বাস্তবায়ন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফছার আলী মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা। অনুষ্ঠান শেষে ৩শ নারীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ সাংবাদিকবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ