সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)’র কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ মে) বেলা ১১ টায় ১২-১৪ মে পর্যন্ত ৩ দিনব্যাপি বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
এরআগে, সেবা গ্রহীতাদের সাথে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। রাজশাহী ডিসিএ কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মো. কামরুজ্জামান। প্রি-অডিটের আওতাভুক্ত বিভিন্ন কার্যালয়ের প্রতিনিধি, পেনশনারবৃন্দ, পিআরএল ভোগরত কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় ও এর আওতাধীন অফিসে বর্তমানে পেনশনারদের কষ্ট লাঘবে ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হচ্ছে যা একটি মাইলফলক হিসেবে বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত সেবা প্রার্থীরা ওয়ান স্টপ সার্ভিস এর ভূয়সী প্রশংসা করেন এবং পেনশনারদের লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে দ্রুততম সময়ে সেবা প্রাপ্তিতে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তারা ভবিষ্যতে এ কার্যক্রমের ধারাবাহিকতা অক্ষুর রাখার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও মাসিক পেনশন, উৎসবভাতা এবং বৈশাখীভাতা ইএফটির মতন স্মার্ট মাধ্যমে এমাযথ সময়ে প্রাপ্তির জন্য তারা সিজিএ কার্যালয় এবং ডিসিএ কার্যালয়, রাজশাহীর যৌথ সার্ভিস প্রদানের প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের ডিআইজি, রাজশাহী রেঞ্জ পুলিশ কমিশনারের কার্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা প্রশাসক এর কার্যালয়, গণপূর্ত জোন আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন দপ্তর থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।