বাঘা (রাজশাহী) প্রতিনিধি:সিগন্যাল না মেনে বাঘা উপজেলার আড়ানী রেল ব্রিজের পশ্চিমে বাগমারিতে ভাঙা রেললাইনের ওপর দিয়ে দ্রুতগতিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন চলে যাওয়ায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
জানা যায়, উপজেলার আড়ানী রেল ব্রিজের পশ্চিমে বাগমারিতে সোমবার বেলা ১১ :৩০ টার দিকে রেললাইন ভেঙে যায়। পরে স্থানীয়রা বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষনিক মেরামতের উদ্যোগ নেয়া হয়। রেললাইন মেরামতকালেই সিগনাল না মেনে দ্রুতগতিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি পার হয়ে যায়।
ঘটনাস্থলের দুই পাশে রেল কর্মীরা লাল কাপড় টাঙিয়ে দেন। এরপর কয়েকটি ট্রেন নিয়মমতো পার হলেও বেলা ২:৪৫ টায় হঠাৎ টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি আড়ানী স্টেশন পার হয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল পার হয়। সৌভাগ্যবশত ট্রেনটি ভাঙা নড়বড়ে লাইন দিয়ে পার হলেও দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
সিগনাল না মেনে ট্রেনটি দেড় কিলোমিটার দূরে গিয়ে দাঁড়ায়। ততক্ষণে সবার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্দেশ না মানায় সেখানে ঘটে যেতে পারতো বড় ধরনের দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে ট্রেনটি এভাবে কেন ছুটে গেল তা জানতেই তিন সদস্যের তদন্ত কমিটি করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।