সিটিহাটে ১৮ কেজি গাঁজাসহ আটক দুই

আপডেট: ডিসেম্বর ২২, ২০২৩, ৯:৩৫ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


নগরীর সিটিহাট এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। এসময় একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, -দামকুড়ার ধুতরাবন এলাকার আব্দুর রশিদের ছেলে শামীম (২৬), কাশিয়াডাঙ্গার মৃত আরত আলীর ছেলে আরিফ (২৮)। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শাহ মখদুম থানায় মামলা হয়েছে।