সিটি কলেজের নতুন অধ্যক্ষ মফিজুদ্দিন মোল্লা

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১২:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী সরকারি সিটি কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. মফিজুদ্দিন মোল্লা। গত ৮ ফেব্রুয়ারি অধ্যক্ষ হাফিজুর রহমান অবসরে যান এবং ৯ ফেব্রুয়ারি ড. মফিজুদ্দিন মোল্লা কলেজের নতুন দায়িত্বগ্রহণ করেন। এর আগে তিনি সপ্তম বিসিএস’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে রাজশাহী কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজে দীর্ঘ সময় ধরে দক্ষতার সাথে নিজ দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি বিভিন্ন সরকারি কলেজে দায়িত্ব পালনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন, দেশি-বিদেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ ও সম্মান শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বিষয়ের বইয়ের লেখক। কলেজটির কাঙ্খিত উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ