সিডনিতে ক্রমাগত বজ্রপাত, আহত ৪

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :অস্ট্রেলিয়ার সিডনি শহরের বিখ্যাত অপেরা হাউজের কাছে বজ্রপাতে চার জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছেন দুই যুবক ও দুই যুবতী। সোমবার ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয় সিডনির একাধিক এলাকায়। একের পর এক বাজ পড়তে থাকে। তবে আহতরা এখন স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে ঝড় ও বজ্রপাতের জেরে

সিডনিতে অন্তত ১০ হাজার বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিপাকে পড়েন বিমান, সড়ক ও রেলযাত্রীরা।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহরের ১০০ কি.মি. এর মধ্যে বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে ৭৫ হাজার বজ্রপাত হয় বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া দপ্তর।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ