সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট: জানুয়ারি ২২, ২০২৩, ১১:১৯ অপরাহ্ণ

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:


সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজশাহীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) রাজশাহী নগরীর মেহেরচন্ডী বুধপাড়ায় এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন রাজশাহীর সভাপতি এনবিআইইউ’র প্রতিষ্ঠাতা উপাচার্য, রাবির সাবেক উপাচার্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনবিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট কবি ও নারীনেত্রী অধ্যাপক রাশেদা খালেক। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মন্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ