সিপিবি’র প্রবীণ নেতা কমরেড জসিম পিজি হাসপাতালে ভর্তি

আপডেট: আগস্ট ১, ২০১৭, ১২:৪৩ অপরাহ্ণ

ঈশ্বরদী প্রতিনিধি


বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির উপদেষ্টাম-লীর অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিক কমরেড জসিম উদ্দিন মন্ডল (৯৭) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার তাকে মুমূর্ষু অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে একটি কেবিনে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। জসিম মন্ডলের পরিবারের সদস্যবৃন্দ ও কমিউনিষ্ট পার্টির একাধিক নেতা জানিয়েছেন তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী। ঈশ্বরদী শহরের পশ্চিম টেংরি মুক্তির মোড় এলাকায় তার নিজ বাড়িতে তিনি গত কয়েক মাস ধরে অসুস্থ্য থাকার পর কমিউনিষ্ট পার্টির নেতা-কর্মীরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মেয়ে আসমা আলো জানান, তিনি কথা বলার শক্তি প্রায় হারিয়ে ফেলেছেন, খুব প্রয়োজন ছাড়া তেমন কোন কথা বলতে পারছেন না, খাবার গ্রহণের শক্তিও এখন নেই বললেই চলে।
ঈশ্বরদী উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব জানান, প্রবীণ শ্রমিক নেতা জসিম উদ্দিন মন্ডল কিছুদিন আগেও দলীয় জনসভাসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়েছেন, তার বক্তৃতা শোনার জন্য দুর দুরান্তের লোকজন জড়ো হতো সিপিবির জনসভাস্থলে, সময়ের ব্যবধানে তিনি কথা বলার শক্তি হারিয়ে এখন বাকরুদ্ধ হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছেন। তবে প্রবীণ এই রাজনীতিকের জীবনের শেষ সময়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী এবং সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে অনুরোধ জানিয়েছেন ঈশ্বরদীবাসী।

এ বিভাগের অন্যান্য সংবাদ