সিরাজগঞ্জে আওয়ামী আইনজীবি পরিষদের মানববন্ধন ও সমাবেশ

আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১২:৫১ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি


ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে অপ্রাসঙ্গিক অংশ বাদ দেয়ার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ।
গতকাল রোববার দুপুরে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালত প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে ‘মুক্তিযুদ্ধে কোন একক নেতৃত্ব নেই’ এমন কথার মাধ্যমে ইতিহাসের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। অবিলম্বে এ অংশটি বাদ দেয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এটি সর্বজন স্বীকৃত। অথচ রায়টির পর্যবেক্ষণে তাঁর কৃতিত্বকে অস্বীকার করা হয়েছে।
অ্যাড. রজব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, পাবলিক প্রসিকিউটর অ্যাড.আবদুুর রহমান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড. বিমল কুমার দাস, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. রেজাউল করিম রাখাল, সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ লিটন, অ্যাড. আবদুর রউফ পান্না প্রমূখ।