সিরাজগঞ্জে কলেজছাত্রীকে গলাকেটে হত্যা

আপডেট: আগস্ট ৮, ২০১৭, ১:৪৪ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি


সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রাম সাথী খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত সাথী জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে ও শিয়ালকোল আবদুুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইসএসসি পরীক্ষার্থী।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম জানান, রোববার বিকেলের দিকে মেয়ে সাথীকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী ধুকুরিয়া গ্রামে আত্মীয়ের বাড়ি যান সাইদুর রহমান বাদল ও তার স্ত্রী। রাতে বাড়ি এসে তারা দেখেন সাথী কোথাও নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় একশো গজ দূরের একটি বাঁশঝাড়ে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।