রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
সিরাজগঞ্জ প্রতিনিধি
বিদ্যার দেবী সরস্বতী পুজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে বসেছে ঐতিহ্যবাহী দই মেলা। গতকাল বুধবার সকাল থেকে শুরু হয়ে মেলা চলবে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। জেলার বিভিন্ন স্থান থেকে বিক্রেতা মেলায় নানা প্রকারের দই নিয়ে পসরা সাজিয়েছেন। সকাল থেকে বৈরী অবহাওয়া উপেক্ষা করে সাধারণ মানুষকে দই কিনতে দেখা গেছে।
অন্য দিকে গতকাল সকালে বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। শাহিন স্কুলের আয়োজনে পিঠা মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে ২০টি স্টল অংশগ্রহণ করে। আয়োজকরা জানান প্রায় দুই লক্ষাধিক টাকার পিঠা কেনা বেচা হয়। পরে অংশগ্রহণকারিদের পুরস্কৃত করা হয়।