শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, গতকাল দুপুরে করতোয়া নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। সালোয়ার কামিজ পরিহিত লাশের গলায় ও পায়ের সাথে ইট বাঁধা ছিলো। পুলিশের ধারণা- তাকে শ্বাসরোধে হত্যা করে শরীরে ইট বেঁধে নদীতে ফেলে দেয়া হয়। পরে লাশটি ভাসতে ভাসতে শাহজাদপুরে এলে তা উদ্ধার করা হয়।