সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, অস্ত্র উদ্ধার

আপডেট: ডিসেম্বর ২, ২০১৬, ১২:১৫ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুলাল নামে এক ডাকাত নিহত হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
র‌্যাব ১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার হাসিবুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে র‌্যাব সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায় এতে ঘটনাস্থলে দুলাল নিহত হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে র‌্যাব দুলালের মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে  প্রেরন করে। ঘটনাস্থল থেকে র‌্যাব ১টি পিস্তল, একটি সুটারগান, একটি রামদা এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করে।
র‌্যাব জানায়, নিহত দুলালের বিরুদ্ধে সিরাজগঞ্জের কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে।