সিরাজগঞ্জে যমুনা নদীতে সরস্বতী প্রতিমা বিসর্জন

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি


যমুনা নদীতে গতকাল শুক্রবার সন্ধায় প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পুজার তিন দিনব্যাপী অনুষ্ঠান।
এর আগে বিকেলে মুজিব সড়ক প্রেসক্লাব চত্বরে সরস্বতী পুজার বিসর্জন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রার উদ্বোধন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ার হোসেন। পুজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি বিজয় দত্ত অলোকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. সুকুমার চন্দ্র দাস, সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু, সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন, সদর থানা শাখার সভাপতি রঞ্জন মন্ডল তপা,সাধারন সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।
বর্ণাঢ্য র‌্যালিতে সিরাজগঞ্জ শহর ও সদর উপজেলার বিভিন্ন মন্দির,মন্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিমা অংশ গ্রহন করে। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়।