সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক

আপডেট: জানুয়ারি ৫, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী। রোববার দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রধান সেনা ক্যাম্পে নেওয়া হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন।

তিনি জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

গত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও নৌকার প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলের কাছে হেরে যান।
তথ্যসূত্র: বিডিনিউজ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version