সোমবার, ১ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৬ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইয়াসমিন খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টায় রৌহা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে স্কুল ছাত্রী ইয়াসমিনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ইয়াসমিন খাতুন রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রৌহা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল গনির মেয়ে ও স্থানীয় রৌহা এইচ জি বিএল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের দাবী অভিমান করে বৃহস্পতিবার রাতে স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এটি নিশ্চিত হতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।