সোমবার, ২৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৩ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ৪টি দেশে তৈরি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজসহ চার ব্যক্তিকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রোববার দিবাগত মধ্যরাতে শাহজাদপুর উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রী কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শহিদুল ইসলাম (৫০), আসাদুল (৩২), দুলাল সরকার (২৬) ও জাকির হোসেন (৩৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর ও বেলকুচিতে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শাহজাদপুর উপজেলার তালগাছি করতোয়া ডিগ্রী কলেজ এলাকা অভিযান চালানো হয়। এসময় চার ব্যক্তিকে ৪টি দেশিয় তৈরি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজসহ আটক করে ডিবি অফিসে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।