সিরিজ ও ম্যাচসেরা মিরাজ

আপডেট: অক্টোবর ৩০, ২০১৬, ১০:১৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক
অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে অনন্য এক রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচ সিরিজ খেলা অস্ট্রেলিয়ার চার্লি টার্নারকে টপকে মাইলফলকে পৌঁছেছেন তিনি। দুই ম্যাচে চার্লি টার্নারের উইকেট ছিল ১৮টি। সেটাকেই রবিবার টপকে গেছেন মিরাজ। দুই ম্যাচে তার উইকেট সংখ্যা ১৯টি। যেই কীর্তিতে পুরস্কার হিসেবে মিলেছে সিরিজ ও ম্যাচসেরার পুরস্কারও।
অবশ্য রোববার আরো কিছু রেকর্ড গড়েছেন মেহেদী। এ দিন এক ম্যাচে ১২ উইকেট নিয়ে স্বদেশি এনামুল হক জুনিয়রকে ছাড়িয়ে গেছেন। তাদের দুইজনের উইকেট সংখ্যা সমান হলেও গড় উইকেটে এগিয়ে থাকায় সবার উপরেই আছেন মেহেদী হাসান মিরাজ। এই মাইলফলকে পৌঁছাতে মিরাজ টপকেছেন সাকিব আল হাসানকেও।-বাংলা ট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ